আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অনিয়মের মাধ্যমে একই ঠিকাদারকে
বারবার কাজ পাইয়ে দেয়ার অভিযোগ এনে মানববন্ধন করেছে বঞ্চিত ঠিকাদাররা।
মঙ্গলবার দুপুর ১২টায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চত্বরে সচেতন যুব সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ঠিকাদার মমিনুর রহমান মুমিন, ঠিকাদার প্রভাষক মামুন সেলিম, মেহদেী হাসান, রবিউল ইসলাম পলাশ, আশিকুর রহমান আশিক, রমজান আলী, হারুন সরকার, প্রভাষক আব্দুল কাদের প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতাল কর্তৃক আহবানকৃত এমএসআর টেন্ডারের
বিধিমোতাবেক কাগজপত্র জমা দেয়ার পরও হাসপাতালের তত্ত্বাবধায়ক বিভিন্ন ত্রুটির কথা বলে একই ঠিকাদারী প্রতিষ্ঠানকে বারবার কাজ পাইয়ে দেন। এবারো সেই প্রক্রিয়া চলছে। এরই প্রতিবাদে এবং হাসপাতালের টেন্ডার
কার্যক্রম স্বচ্ছ প্রক্রিয়ায় পরিচালনার দাবীতে মানববন্ধন করা হচ্ছে।