
আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে রোববার উপজেলা প্রশাসন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সেমিনারে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। এতে বক্তব্য রাখেন ইউএনও ইকতেখারুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ, প্রশাসনিক অফিসার মোয়াজ্জেম হোসেন, নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ, আইসিটি অফিসার সানজির উদ্দিন শিশির, জনস্বাস্থ্য অফিসার সুমন কুমার রায়,একাডেমিক অফিসার প্রদীপ কুমার সরকার। পরে দিবস উপলক্ষে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার দেয়া হয়।