২৯ শে নভেম্বর, ২০২৩।
এরশাদ আবির,
নিজস্ব প্রতিবেদক।
“সোহেল আফসান অভিনীত জনপ্রিয় নাটক “সেরের উপর সোয়া সের” এর দ্বিতীয় প্রান্তিকের কাজ শুরু হয়েছে।”
বর্তমানে বাংলাদেশের টিভি নাটকের সুন্দর সোনালি সময়ের আবির্ভাব হয়েছে। কলকাতার আগে এদেশে টেলিভিশন নাটকের সম্প্রচার শুরু হয়। বর্তমানে বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম টিভি নাটক। তরুণ-তরুণীদের কাছে নাটক মানেই তুমুল জনপ্রিয়তা। তারই ধারাবাহিকতায় স্টার মাল্টিমিডিয়া প্রযোজনায়, প্রখ্যাত পরিচালক মাসুম আজিজের পরিচালনায় জনপ্রিয় ধারাবাহিক নাটক “সেরের উপর সোয়া সের” এর একটি সিজন বা ১৩টি পর্ব সফলভাবে প্রচারিত হয়েছে। যেখানে অভিনয় করেছেন সোহেল আফসান, মীরসাব্বির, আ খ ম হাসান, হুমায়রা হিমু, সিয়াম, হাবিবুর রহমান মধু, রানু দাস, সাবিহা জাহান, আহসানুল হক মিনু, কাজী আমিনূর, শফিক খান দিলু, শ্যামল হাসান, দেওয়ান সিরাজ, এলিন রাগ, ফিরোজ, শেখ লিয়া, রাজা হাসান, মীর জাকির, মাসুম আজিজ। প্রচন্ড রকম জনপ্রিয়তা পাওয়ার কারণে এটির দ্বিতীয় প্রান্তিক নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। অতি শীঘ্রই দর্শকরা এটি টিভিতে দেখতে পাবে।