HSTU মজার ইস্কুলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
276

মুহিউদ্দিন নুর, দিনাজপুর প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশে পাশের গরীব সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে গঠিত HSTU মজার ইস্কুল। “নিরক্ষর মুক্ত দেশ গড়া, মজার ছলে শেখাবো মোরা” এই প্রত্যয়কে সামনে রেখে কাজ করে যাচ্ছে হাবিপ্রবির একদল শিক্ষার্থী।তাদের বিভিন্ন ধরনের কার্যক্রমের মধ্যে  

প্রতিবছরের ন্যায় এবারও HSTU মজার ইস্কুল আনন্দ ঘন পরিবেশে  শিক্ষকদের উপস্থিতিতে সুবিধা বঞ্চিত শিশুদের  মাঝে ইফতার প্রদান করে । পরে মজার ইস্কুল ও  এর সাথে সম্পৃক্ত সকল সদস্য ,শুভাকাঙ্ক্ষী , শিক্ষক বৃন্দ ও অন্যান্যদের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করে। এর আগে তারা বিত্তবানদের সহযোগিতায় এসব শিশুদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করেছিল ।