হাবিপ্রবি প্রশাসনে নতুন মুখ:বিশ্ববিদ্যালয় কে এগিয়ে নিতে কাজ করবো

0
2338
 মুহিউদ্দিন নুর , দিনাজপুর প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরামর্শ নির্দেশনা বিভাগের সহকারি পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ভেটেরিনারি অনুষদের জেনেটিক্স এন্ড অ্যানিম্যাল ব্রিডিং বিভাগের সহকারি অধ্যাপক জনাব ড মোঃ রাশেদুল ইসলাম। আজ সকালে তিনি কর্মক্ষেত্রে যোগদান করেছেন ।


rashed sir

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন । এরপর কমনয়েলথ স্কলারশিপ পেয়ে স্কটল্যান্ড থেকে আবার মাস্টার্স ডিগ্রী অর্জন করেন এবং পরবর্তিতে জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে পিএইসডি ডিগ্রী অর্জন করেন । তিনি ২০১০ সালে হাবিপ্রবিতে যোগদান করেন এবং ২০১২ সালে সহকারি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান , বর্তমানে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেতে তার বোর্ড গঠন হয়েছে । দেশি বিদেশী মিলে তার প্রায় ২১ প্রকাশনা আছে এবং প্রায় ২২ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এশিয়ান অস্ট্রেলিয়ান এসোসিয়েশন অফ অ্যানিম্যাল প্রডাকশন সোসাইটি থেকে তিনি ২০১৬ সালে বেস্ট প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড পান । নতুন দায়িত্বের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন এখন থেকে আমি শিক্ষার্থীদের সাথে মিশে কাজ করবো।কাছে থেকে শিক্ষার্থীদের ভালো মন্দ দেখতে পারবো । তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয় কে এগিয়ে নিতে যা যা করতে হয় আমি করবো।মাননীয় ভিসি স্যার আমার উপর ভরসা রেখে দায়িত্ব দিয়েছেন আমি তা রাখার চেষ্টা করবো ।