
মুহিউদ্দিন নুর, দিনাজপুর প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন সহকারি প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিজনেস স্টাডিস অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের সহকারি অধ্যাপক জনাব সৌরভ পাল চৌধুরী (জর্জ)। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বিবিএ এমবিএ শেষ করেন । এরপর ২০১২ সালে হাবিপ্রবিতে লেকচারার হিসেবে যোগদান করেন এবং ২০১৫ সালে সহকারি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান । দেশি বিদেশী জার্নালে তার প্রায় ৩ টি প্রকাশনা আছে। ক্যাম্পাসের বিভিন্ন ক্রীড়া,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন তিনি এবং ক্যাম্পাসের তরুণদের মাঝে বেশ জনপ্রিয়। বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংকটময় মুহুর্তে তাকে সম সময় সামনে পাওয়া যায়। বিজনেস অনুষদের লেভেল ফোরের একজন শিক্ষার্থী জানান প্রশাসনে স্যারের মতো মানুষের প্রয়োজন ছিল । সবার বিপদে আপদে ছুটে জান তিনি, এসব করতে যেয়ে সাবেক প্রশাসনের সময় হয়রানির ও শিকার হতে হয়েছিল তাকে। এদিকে জানা যায় ২০১৫ সালে ছিট মহলবাসিদের নিয়ে বিশ্ববিদ্যালয় দিবস পালনের উদ্যোগ নেন তিনি , তার সাথে শিক্ষার্থী , কর্মকর্তা ও কর্মচারীরাও যোগ দেন , কিন্তু তৎকালীন প্রশাসনের বাধার মুখে শেষ মুহুর্তে তা বন্ধ করতে হয়। আজ দুপুরে যোগদানের পর তাকে অভিনন্দন জানাতে ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক , সামাজিক সংগঠন ও শিক্ষার্থীদের ঢল নামে ।