
অবশেষে লড়াই করে এখন বিশ্বের সেরা ৫ এর তালিকায় হাবিপ্রবির “Englitas” টিম ।তারা “Prevention of water pollution” বিষয় নিয়ে কাজ করে।চার জনের গ্রুপের অন্যতম সদস্য মাসুদ বলেন,আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি পুরো বিশ্বের বুকে। তারা বলেন এ বিজয় আমাদের সকলের , এটা আমাদের দেশের জন্য গর্বের । এ বিজয়ের জন্য তারা সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।