বিশ্বের সেরা ৫ এ হাবিপ্রবিঃ World ”NASA” স্পেস অ্যাপ চ্যালেঞ্জ ২০১৭

0
585
মুহিউদ্দিন নুর,দিনাজপুর প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল “Englitas” নাসা স্পেস এ্যাপস চ্যালেঞ্জ ২০১৭ তে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে এখন আন্তর্জাতিক পর্যায়ে লড়াই করেছে।

hstu nasa
অবশেষে লড়াই করে এখন বিশ্বের সেরা ৫ এর তালিকায় হাবিপ্রবির “Englitas” টিম ।তারা “Prevention of water pollution” বিষয় নিয়ে কাজ করে।চার জনের গ্রুপের অন্যতম সদস্য মাসুদ বলেন,আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি পুরো বিশ্বের বুকে। তারা বলেন এ বিজয় আমাদের সকলের , এটা আমাদের দেশের জন্য গর্বের । এ বিজয়ের জন্য তারা সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।