বিশ্বের সেরা ২৫ এর তালিকায় হাবিপ্রবির “Englitas” টিম এখন ২২ তমঃ”NASA” স্পেস অ্যাপ চ্যালেঞ্জ ২০১৭

0
710

মুহিউদ্দিন নুর, দিনাজপুর প্রতিনিধিঃহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল “Englitas” নাসা স্পেস এ্যাপস চ্যালেঞ্জ ২০১৭ তে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে এখন আন্তর্জাতিক পর্যায়ে লড়াই করছে।প্রতিযোগিতায় বর্তমান পর্যায়ে পুরো বিশ্বে অনলাইন ভোটিং চলছে যেখানে এখন পর্যন্ত র‍্যাংকিং সেরা ২৫ এর তালিকায় হাবিপ্রবির “englitas” ২২  তম অবস্থান অধিকার করেছে। যেখানে অক্সফোর্ড সহ বিশ্বের নামি দামি দল প্রতিযোগিতা করছে । বাংলাদেশের মধ্যে শুধু ৩ টি বিশ্ববিদ্যালয়ের(বুয়েট, হাবিপ্রবি ও বরিশাল বিশ্বঃ ) টিম বর্তমানে এই সেরা ২৫ এর মধ্যে আছে । আহমেদ অনন্য মাসুদ,মৌরী,শাওন ও প্রান্ত এই ৪ জনের  Englitas টিম

hstu nasa

“Prevention of water pollution” বিষয় নিয়ে কাজ করে।গ্রুপের অন্যতম সদস্য শাওন বলেন,আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি পুরো বিশ্বের বুকে।সেরা ৫ এ যেতে চাই। চাই আপনাদের সমর্থন জরুরী প্রয়োজন ।আমাদের ভোট দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ দিন। ভোট দিবেন যেভাবে-

১. প্রথমেই ” https://2017.spaceappschallenge.org/auth/signup ” লিংক এ গিয়ে একটি একাউন্ট খুলতে হবে।( ইউজার নেইম এবং পাসওয়ার্ড টা খুব ভাল করে মনে রাখুন। এটার মাধ্যমে আপনি পরবর্তী তে নাসার একাউন্ট এ ঢুকে ভোট দিতে পারবেন )

২.সাইন আপ করা হয়ে গেলে আপনার ইমেইল এর মেইল বক্স এ ঢুকে “verify your account ” এ কনফার্ম করবেন।

৩. একাউন্ট তৈরি হয়ে গেলে, “https://2017.spaceappschallenge.org/vote ” এ গিয়ে সার্চ বক্স এ “Englitas” লিখলেই দেখতে পাবেন এই টিমকে। তখন ভোট বাটন টি চেপে রাখবেন যতক্ষন না এটি সবুজ হয়।তাহলেই ভোট দেয়া হয়ে যাবে।”
২১ তারিখ পর্যন্ত প্রতিদিন একটি করে ভোট দেওয়া যাবে, আর মাত্র দুই দিন সময় আছে।

আপনার মহামুল্যবান ১ টি ভোটই পারে লাল সবুজের এই বাংলাদেশকে বিশ্বদরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে।