
মুহিউদ্দিন নুর : সবেমাত্র হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন উত্তরবঙ্গের কৃতি সন্তান , সৎ , মেধাবী ও সহজ সরল ব্যক্তিত্ব প্রফেসর ড. মোঃ আবুল কাশেম । বেশ কিছুদিন আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্যারের সাথে কথা হচ্ছে ,আজ স্যারকে অভিনন্দন জানিয়ে কথার শুরু ।
আমি ঃ সালাম দিয়ে , স্যার ক্যামন আছেন ?
স্যারঃ জী ভালো , তুমি ক্যামন আছো ?
আমিঃ জী স্যার ভালো ,স্যার আপনার সাথে কিছু কথা ছিল ।
স্যার ঃ অবশ্যই , বলো ।
আমি ঃ স্যার ক্যাম্পাসে আসতেছেন কবে ?
স্যারঃ কালকেও যেতে পারি বা পরশু , রবিবার কাজে যোগদান করবো ইনশাল্লাহ ।
আমিঃস্যার আপনার প্রথম কাজ কি হবে ? সাথে যোগ করি , অনেকদিন থেকে ভর্তি পরীক্ষা তথা ৯৬ হাজার শিক্ষার্থীর ভিবিষ্যৎ ঝুলে আছে এটার ব্যাপারে আপনার পদক্ষেপ কি হবে ?
স্যারঃ অবশ্যই আমার প্রথম এবং প্রধান কাজ হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসে যতো তারাতারি সম্ভব ভর্তি পরীক্ষা নেয়া যায় সেটার ব্যবস্থা করা । সব জায়গার ভর্তি পরীক্ষা শেষ , ছেলে মেয়েরা দিশেহারা হয়ে পড়েছে তাই এটাই হবে আমার প্রথম কাজ , পাশাপাশি অন্যান্য সমস্যা গুলোও সমাধানের চেষ্টা থাকবে । রবিবার কাজ শুরু করার পর এ নিয়ে তোমার সাথে বিস্তারিত কথা হবে ।
আমি ঃ অসংখ্য ধন্যবাদ স্যার , ভালো ভাবে আসেন ।
স্যার ঃ তোমাকেও ধন্যবাদ ।