
মুহিউদ্দিন নুর, দিনাজপুর প্রতিনিধিঃ আগামীকাল তুরস্ক যাচ্ছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড মুঃ আবুল কাসেম। কিছুদিন আগে ৮ সদস্যের তুরস্কের একটি টিম বাংলাদেশ সফর করে । ওই সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন(ইউজিসি) ও তাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় । চুক্তি অনুযায়ী বছরে বাংলাদেশ থেকে ১৭ জন স্কলারশিপ নিয়ে তুরস্ক থেকে পিএইসডি ডিগ্রী অর্জন করতে

পারবেন। এরই অংশ হিসেবে কাল ৭ সদস্যের একটি প্রতিনিধি দল তুরস্ক সফরে যাচ্ছেন। সাত সদস্যের মধ্যে ৪ জন ( হাবিপ্রবি , খুলনা বিশ্ববিদ্যালয়র, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য , দুই জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এবং এক জন ইউজিসি এর মেম্বার । প্রতিনিধি দলের প্রধান কাজ হবে শিক্ষার মান উন্নয়ন ও তা কিভাবে বাস্তবায়ন করা যায় তা খতিয়ে দেখা, তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করা এবং সেখানে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত থাকবেন , তাদের সাথে মতবিনিময় করা। প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ জুলাই । এরপর হাবিপ্রবির উপাচার্য সহ প্রতিনিধি দল বাংলাদেশে ফিরে আসবেন।