৫ দিনের শিশুকন্যাকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

0
56

মোঃখালেদ বিন ফিরোজ ,সময়ের পাতাঃ

সাভারে ৫ দিনের এক কন্যাশিশুকে গলা টিপে হত্যা করেছে মা। গতকাল দুপুরে সাভার পৌর এলাকার
ব্যাংক কলোনি মহল্লায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, পাঁচদিন আগে ব্যাংক কলোনি এলাকার গৌরাঙ্গা মনি চন্দ্র দাসের স্ত্রী অঞ্জনা একটি
কন্যাসন্তানের জন্ম দেন। পারিবারিক বিষয় নিয়ে গতকাল সকালে তার স্বামীর সঙ্গে ঝগড়া হয়। দুপুরে নিজের ভাড়া বাড়িতে ওই কন্যাসন্তানকে তার মা গলা টিপে হত্যা করে বলে পুলিশ ও এলাকাবাসীর ধারণা। পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করেছে। ওই
দম্পতির আরো তিনটি মেয়ে সন্তান রয়েছে। এলাকাবাসীর ধারণা, অভাবের তাড়নায় ওই নারী তার
শিশুকন্যাকে হত্যা করে থাকতে পারে। পুলিশ বলছে, নিহত ওই শিশুর গলায় দাগ রয়েছে। সাভার থানা
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সাভার মডেল থানার এস আই সামছুল হক সুমন বলেন,
জিজ্ঞাসাবাদ ও তদন্তে বলা যাবে কিভাবে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির বাবা আশুলিয়ার দোসাইদে
কামারের দোকানে কাজ করেন বলে জানা গেছে।