ঢাকায় দুই সন্তানসহ এক নারীর লাশ উদ্ধার

0
28

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর দারুস সালামের একটি বাসা থেকে দুই সন্তানসহ এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) নিহত আনিকার মা নাদিরা বেগম বাদী হয়ে মামলাটি করেন। এতে আনিকার স্বামী শামীম হোসেনকে আসামি করা হয়েছে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শামীম হোসেনকে মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে দারুস সালাম থানায় আনা হয়েছে। শামীম পেশায় নরসুন্দর। দারুস সালাম থানার ছোট দিয়াবাড়িতে টিনশেডের একটি কক্ষে সপরিবার থাকতেন।প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে দারুস সালামের বাসায় মোছা. আনিকা (২১), তার মেয়ে শামীমা (৬) ও ছেলে আবদুল্লাহর (৩) লাশ পাওয়া যায়। ঘরের ভেতর বিছানায় কাপড়ে মোড়ানো অবস্থায় আবদুল্লাহ ও শামীমার গলা কাটা লাশ পাওয়া যায়। গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো আনিকার লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।