মোঃ শাহীনুজ্জামান বিশেষ প্রতিনিধি ঃ
নড়াইলে একটি হত্যা মামলায় আসামি যশোরের অভয়নগর উপজেলার মৃত সোনা মোল্লার ছেলে মোঃ বাছের আলী মোল্লার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তার ভাই মোঃ কামাল মোল্লাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার সকালে জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সি.মোঃ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে উভয়কে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।মামলার বিবরণে জানা গেছে, নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামে আসামী বাছের মোল্যা ও কামাল মোল্যা এজাহারকারী মোঃ বাবুল মোল্যার বিধবা বোন কে উত্যক্ত করত পরে এজাহারকারীর পুত্র রেজাউল মোল্যা আসামীদের তাদের বাড়িতে আসতে এবং বিধবা ওই মহিলা কে উত্যক্ত করতে নিষেধ করে গত ২৬ জুন ২০১৯ তারিখ রাতে আসামীরা ভিকটিম রেজাউল এর বাড়িতে আসে এবং তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল এজাহার কারী মঞ্জুরুলের বাড়ির উঠানে পৌঁছালে আসামী কামাল মোল্যা লাঠি দিয়ে রেজাউল এর মাথায় আঘাত করে, পরে অপর আসামী বাছের মোল্যা লোহার পেরেক লাগানো বাঁশ দিয়ে তার বাম কানের উপরে আঘাত করে এতে সে মারাত্মক জখম হয়।পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতােলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ২৭ জুন তার মৃত্যু হয়। পরে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং বিধি মোতাবেক সেগুলো ধ্বংসের নির্দেশ প্রদান করেন ।