দিরাইয়ে গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ কাজল চন্দ্র কর

0
25

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে সুরমা নদীতে গোসল করতে নেমে কবির মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকাল ৩ টার দিকে ওই ব্যক্তি তার বাড়ির সামনে সুরমা নদীতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে যায়।

নিখোঁজ করিব মিয়া (৪০) উপজেলার করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের মনহর আলী (মনু মিয়ার) ছেলে। স্থানীয় ও পরিবার সূত্র জানায়, নিখোঁজ কবির মিয়া বৃহস্পতিবার (১৫ই এপ্রিল) বিকেল ৩টার দিকে বাড়ির পাশে সুরমা নদীতে গোসল করতে যান। তার সঙ্গে আরও অনেকেই গোসলে যান। তবে ডুব দিয়ে আর উপরে উঠেননি কবির।

পরে অন্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সুনামগঞ্জ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়নি ফায়ার সার্ভিস।

এবিষয়ে ফায়ার সার্ভিস দিরাই স্টেশন ইনচার্জ ইমরুল ইসলাম বলেন, ওই ব্যক্তির সন্ধান পেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।