খায়রুল ইসলাম হৃদয়, (গজারিয়া) মুন্সিগঞ্জ:
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এ অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন গজারিয়া শিক্ষা ও স্বাস্থ্য সেবা কমিউনিটি ফোরাম নামে একটি স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন। আজ সকাল ১১ ঘটিকার সময় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামে ৫ টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন গজারিয়া শিক্ষা ও স্বাস্থ্য সেবা কমিউনিটি ফোরাম নামে একটি মানবিক সংগঠন।সারা বিশ্বের নেয় আমাদের বাংলাদেশেও কোভিদ ১৯ করোনা ভয়াল থাবা থেকে আমরাও বিমোসিত।
কোভিড ১৯ মানবদেহের ফুঁসফুঁস অকার্যকর করে ফেলে, এতে শ্বাসনালীতে ব্যাঘাত ঘটে, তখন রোগী পর্যাপ্ত অক্সিজেন না পেলে রোগীর প্রাণহানি ঘটে যায়। সে ক্ষেত্রে অক্সিজেনের প্রাধান্য টা সবচেয়ে বেশি। তার উপর ভিত্তি করে আজকে এই অক্সিজেন সিলিন্ডার বিতরণ সহ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা করা হয়। লায়ন মোঃআব্দুল খালেক খান এর সভাপতিত্বে মোঃ মুক্তার হোসেন ভূইয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার, জনাব জিয়াউল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মুহাম্মদ শামছুল আলম, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন , ডাঃমোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, ডাঃ নাঈম আহসান নাঈম,এবং উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আনোয়ার হোসেন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত চিকিৎসক গন উপস্থিত ছিলেন।