
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২৯শে অক্টোবর রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কুড়িগ্রামের চিলমারী উপজেলা যুবদলের সাথে জেলা যুবদলের মত বিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে চিলমারীর অস্থায়ী দলীয় কার্যালয়ে চিলমারী উপজেলা যুবদলের আহবায়ক ইউনুস-এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রফিকুল ইসলাম রজব।
সভায় বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম শিমুলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, রংপুরের মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণিত করতে হবে। কুড়িগ্রাম জেলা যুবদলের নেতৃত্বে জনসমাবেশে ৫ হাজার যুবদলের নেতাকর্মী উপস্থিত থাকবেন।