কুড়িগ্রামে স্কুল শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডবল প্রতিযোগিতা করেছে জেলা ক্রীড়া অফিস

0
3


বিশেষ প্রতিনিধিঃ

কুড়িগ্রামে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের (বালিকা) নিয়ে হ্যান্ডবল প্রতিযোগিতা করেছে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস। কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে ঘোগাদহ উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচির ২০২১-২২ এর আওতায়, কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের (বালিকা) নিয়ে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিদপ্তরের উপ-পরিচালক আলী আর রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরাম হোসাইন। এ সময় অতিথিগন বলেন, লেখা-পড়ার পাশাপাশি বিভিন্ন খেলায় থাকলে শরীর ও মন উভয় ভালো থাকে। এছাড়াও অসৎ সঙ্গ ত্যাগসহ অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত থাকা যায়। তাই অভিভাবক হিসেবে আমাদের সন্তানদের খেলা-ধুলায় আগ্রহী করে তোলা দরকার।