এবার টিকতে পারলেন না সাকিব

0
70

অনলাইন ডেস্ক দিনের শুরুতেই ফিরলেন সাকিব আল হাসান। রবীন্দ্র জাদেজার বলে শর্ট লেগে চেতেশ্বর পূজারাকে ক্যাচ দিলেন তিনি। উইকেটের ‘ফুটমার্ক’ আজ সকাল থেকেই বিপদের কারণ হয়ে উঠেছে ব্যাটসম্যানদের জন্য। জায়গাটা থেকে রীতিমতো ধুলো উড়ছে। জাদেজা সেই ফুটমার্কের সুবিধা নিয়েই ফেরালেন সাকিবকে। আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে এসেছে ২২ রান।সাবিকসাকিব ফিরলেও লড়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ। উইকেটে তাঁর সঙ্গী অধিনায়ক মুশফিকুর রহিম। দুজন মিলে চেষ্টা করছেন একটা জুটি দাঁড় করানোর। মাহমুদউল্লাহ অপরাজিত আছেন ৩৫ রানে। মুশফিক ১৬ রানে। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫০।