স্ট্যামফোর্ডে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী এবং গেম শো

0
9

ঢাকার সিদ্ধেশ্বরীতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ১১ নভেম্বর ২০২৪-এ অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী এবং দুর্নীতিবিরোধী গেম শোতে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সোমবার (১১ নভেম্বর) সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর জিয়াউল হাসান এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্টার জনাব আব্দুল মতিন।  উদ্বোধনী অধিবেশনে অন্যান্যদের মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ক্লাবের উপদেষ্টা এম.  মাহমুদা পারভিন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং একই বিভাগের অন্যান্য শিক্ষকরা অংশ নেন।  অধিবেশনের বক্তারা দুর্নীতি বিরোধী কর্মকান্ডের উপর জোর দেন তরুণদের সচেতন করার জন্য যারা দুর্নীতিমুক্ত জাতি গঠনে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে।

পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শত শত শিক্ষার্থী দুর্নীতিবিরোধী গেম শো যেমন ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, কুইজ প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী গল্প লেখা, স্মৃতি পরীক্ষা ইত্যাদিতে অংশগ্রহণ করে।  ইয়েস ক্লাবের সদস্যরা ইভেন্টটিকে সফল করার জন্য গেমস এবং প্রতিযোগিতাগুলিকে সুষ্ঠুভাবে পরিচালনা করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুনিরুজ্জামান তরুণদের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করেন এবং বিজয়ীদের হাতে প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন। বক্তারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দিনটিকে বিশেষ করে তোলার জন্য স্ট্যামফোর্ড ইয়েস ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।