স্টামফোর্ডে ‘নিউজ প্রেজেন্টেশন কর্মশালা’ বৃহস্পতিবার

0
18

সময়েরপাতা ডেস্ক:

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে ‘নিউজ প্রেজেন্টেশন কর্মশালা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের ব্রডকাস্ট জার্নালিস্ট এন্ড নিউজ প্রেজেন্টার ইসরাত আমিন এবং এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এন্ড নিউজ প্রেজেন্টার শেখ মহিউদ্দিন মধু।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালা নিয়ে ফোরামের সভাপতি আকরাম হোসেন নাঈম জানান, বর্তমান তরুণ প্রজন্মের কাছে সংবাদ উপস্থাপনা একটা স্বপ্ন। আর উপস্থাপনা শুধু মাত্র সংবাদের ক্ষেত্রে প্রয়োজন এমনটা নয়, যেকোনো ক্ষেত্রেই উপস্থাপনা খুব প্রয়োজনীয়। এই সব বিষয় গুলো বিবেচনা করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম নিউজ প্রেজেন্টেশন কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও রেজিস্ট্রেশনের মাধ্যমে অন্যান্য ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। কর্মশালার শেষে সফল অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হবে এবং সনদপত্র প্রদান করা হবে।