
এরশাদ আবির, জাককানইবি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যালয় নতুন পথচলা শুরু করলো।মঙ্গলবার ৯ নভেম্বর দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এর ৫ তলায় প্রেসক্লাবের কার্যালয় লাল ফিতা কেটে উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ হাসানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জাককানইবি প্রেসক্লাবের সভাপতি হাবিবুল্লাহ বেলালী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সংগঠনটির সদস্য নিহার সরকার অংকুর। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডীন আহমেদুল বারী, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র পরামর্শক তপন কুমার সরকার, সাবেক ছাত্র পরামর্শক ড. শেখ সুজন আলী, জনসংযোগ দপ্তরের উপ পরিচালক হাফিজুর রহমান, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মাহামুদুল আহসান লিমন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খুরশিদুল আলম মুজিব ও সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজ নোমান,ব্যবস্থাপনা বিভাগের প্রধান রেজুওয়ান আহম্মেদ শুভ্র, ফোকোলর বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদি উল্লাহ্, লাইব্রেরিয়ান জালাল উদ্দিন, জনসংযোগ কর্মকর্তা রেজাওদ্দৌল্লা প্রধান প্রমুখ। এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার চর্চা একটি অসাধারণ বিষয়, এটি বিশ্ববিদ্যালয়ে আয়নার মতো কাজ করে”। তবে বিশ্ববিদ্যালয় সাংবাদিকতায় ইতিবাচক সংবাদ করতে অনুরোধ করেন উপাচার্য। ত্রিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে দেওয়া বক্তব্যেও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক সংবাদ করার আহবান জানান সেখানকার সদস্যরা। উল্লেখ্য যে, সত্য প্রকাশে অবিচল থাকার প্রত্যয় নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধতায় ২০১৯ এর ৯ মে প্রতিষ্ঠা হয় জাককানইবি প্রেসক্লাব। সংগঠনটি সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, সত্য ও সঠিক সংবাদ প্রকাশে সচেষ্ট থাকা, প্রভাব মুক্ত সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে বস্তুনিষ্ঠ সংবাদপ্রকাশে ভুমিকা রাখাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।