শফিকুল ইসলাম শফি, কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি:
গত ২২ জুলাই সন্ধ্যা অনুমানিক ৬.৩০ ঘটিকার সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিম কে ফুসলিয়ে কড়াই বরিশাল নদীর ঘাটে নিয়ে কাধে করে নৌকায় তুলে নদীর মাঝে নিয়ে গিয়ে ধর্ষন করে। পরে ঘটনা স্থল থেকে ভিকটিম আকুতি মিনতী জানালে আসামী শফিকুল ভিকটিমকে নদীর ঘাটে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।
পরে ভিকটিম এর অভিযোগের প্রেক্ষিতে চিলমারি থানার মামলা নং-১৩ । আজ ২৫ তারিখ, ধারা নং: নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর ৭/৯(১)/৩০ তৎসহ ৫০৬ পিসি রুজু করা হয়।
চিলমারী থানার এসআই মিতু আহম্মেদ সংগীয় ফোর্স সহ ঢুষমারা থানার পুলিশের সহায়তায় মধ্যরাতে মামলার মুল আসামী মোঃ শফিকুল ইসলাম (৩৫), পিতাঃ জমের আলী আকন্দ ঝুমুর, মাতা মোছাঃ সহিতন বেগম, সাং-পশ্চিম ডাটিয়ার চর, থানা- ঢুষমারা, জেলা -কুড়িগ্রাম কে ঢুষমারা থানা ডাটিয়ার চর হইতে গ্রেফতার করা হয়।
গত রাতেই চিলমারী থানা পুলিশ উক্ত আসামীকে ঢুষমারা থানা হতে চিলমারী থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত আসামী কে বিধি মোতাবেক বিজ্ঞে আদালতে প্রেরন করা হয়।
পরে ভিকটিমকে মেডিক্যাল টেস্ট করাননোর জন্য কুড়িগ্রাম হাসপাতালে প্রেরন করা হয়
এ বিষয়ে অফিসার ইনচার্জ চিলমারী জনাব আনোয়ারুল ইসলাম কে জিজ্ঞেস করলে উনি ঘটনার বিষয়ে বলেন, প্রাথমিকভাবে তদন্ত করে মামলা নেওয়া হয়েছে এবং আসামি আদালতে তার দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান