বায়েজীদ হুসাইন, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিরোধপুর্ন জমি নিয়ে এ সহিংসতার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার শ্রীরামপুর গ্রামের কালাম খানের সাথে মালেক খানের জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো।
দাবিকৃত সম্পত্তির দখল পেতে কালাম খান থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে ওইদিন সকালে পুলিশ দুমকি থানায় উভয় পক্ষেকে সমঝোতা বৈঠক বসায়।
বৈঠকের সিদ্ধান্ত মনপুত না হওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ মালেক খান ও তার ৭/৮ জন সহযোগি লাঠিসোটা নিয়ে ওঁথ পেতে থাকে। সন্ধ্যা ৬ টা নাগাত কালাম খান ও তার ছেলে বাকিবিল্লাহ ইফতার করার উদ্দেশ্যে বাড়িতে যাওয়ার পথে রাস্তা আটক করে লাঠিসোটা ও দেশিও অস্র দিয়ে এলোপাথারী হামলা চালালে বাপ ছেলেসহ উভয় পক্ষে অন্তত ৫ জন আহত হয়।
এর মধ্যে কালাম খান (৪৫), বাকি বিল্লাহ (২০) এর অবস্থা খারাপ হওয়ায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ও মালেক খান (৫০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের পারিবার জানায় এ ঘটনায় পাল্টা-পাল্টি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।