কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী ভিডিও কনফারেন্স

0
54

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকুড়িগ্রাম প্রতিনিধি: প্রধানমন্ত্রীর সাথে কুড়িগ্রামবাসীর জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী জেলাবাসীর সাথে কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাবাসীর উদ্দেশ্যে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন।
ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার মেহেরুল করিম, সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম, ৪৫ বিজিবি পরিচালক লে. কর্ণেল মোঃ জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলসহ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, কৃষক, সাধারণ মানুষসহ সাবেক ছিটবাসীরা উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্স জেলার ৮শ ৭৬টি পয়েন্টে বিভিন্ন শ্রেনী পেশার ৫ লক্ষাধিক মানুষ অংশ নেয়।