কুড়িগ্রামের নাগেশ্বরীতে জোৎস্না ফাউণ্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ

0
10

সময়ের পাতা ডেস্ক:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জোৎস্না ফাউণ্ডেশনর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১ পালিত হয়েছে। ৩১ জুলাই, ২০২১ খ্রি. শনিবার সকাল ১১:০০ ঘটিকায় কালিগঞ্জ কলেজ রোডের দুই ধারে গাছের চারা রোপন করার মধ্য দিয়ে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি এ প্রতিবেদককে বলেন- ইউনিয়নবাসীর সহযোগিতা পেলে আমরা পর্যায়ক্রমে অত্র ইউনিয়নের সকল পতিত স্থানে ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগিয়ে সবুজের সমারোহ গড়ে তুলতে চাই। যা বৈশ্বিক উষ্ণতার মতো সঙ্কট থেকে বাঁচাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সহায়ক হবে। বৃক্ষরেপণকালে সেখানে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুন, মো. রফিকুল ইসলাম অপু ও মো. নবির হোসেনসহ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাকারিয়া, সহ-সভাপতি মিলু আহমেদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ।