ছিমন-করিমন-ভটভটি না চলার নির্দেশ মহাসড়কে ১০ জেলায়

0
186

মহাসড়কে ১০ জেলায় নছিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।Nosimon
আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চার দফা নির্দেশনাসহ এ রায় দেন।
রায়ে পুলিশের হাইওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের (এসপি) নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। জেলা ১০টি হচ্ছে- যশোর, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, বাগেরহাট, নড়াইল ও চুয়াডাঙ্গা।
দেশের মহাসড়কে ‘আনফিট’ গাড়ি চলাচল যেন না করতে পারে, সে জন্য ব্যবস্থা নিতে বিবাদীদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
অন্যদিকে, মহাসড়কে নছিমন-করিমন-ভটভটি পাওয়া গেলে মালিক ও চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতেও বলেছেন আদালত।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি এ বিষয়ে রুল দিয়েছিলেন হাইকোর্ট।
পাশাপাশি ১০ জেলার মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি বন্ধে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিলেন। সে রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেয়া হলো।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।