খুলনায় সিরিজ বোমা হামলায় ৫ মামলার বিচার কাজ দীর্ঘ ১৬ বছরেও শেষ হয়নি

0
15

মোঃ সজীব রূপসা প্রতিনিধি: বাংলাদেশ, জেএমবি ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী যে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটায়, তারমধ্যে খুলনাতেই ছিল ১০টি স্পট। এই সিরিজ বোমা হামলার ঘটনায় খুলনার বিভিন্ন থানায় ৬টি মামলা দায়ের করা হয়।

খুলনায় সিরিজ বোমা হামলায় ৫ মামলার বিচার কাজ দীর্ঘ ১৬ বছরেও শেষ হয়নি
খুলনায় সিরিজ বোমা হামলায় ৫ মামলার বিচার কাজ দীর্ঘ ১৬ বছরেও শেষ হয়নি

এরমধ্যে একটি মামলার বিচার শেষ হয়েছে। অন্য ৫টি মামলার বিচার কাজ দীর্ঘ ১৬ বছরেও শেষ হয়নি। করোনা পরিস্থিতিতে আদালতের কার্যক্রম সীমিত হওয়ায় মামলার কাজ বিলম্বিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

খুলনার যেসব স্থানে গুলোতে বোমা বিস্ফোরণ ঘটানো হয়, খুলনা মুখ্য মহানগর হাকিমের এজলাসের সামনে, এজি পেনশন অফিসের পেছনে, ডাকবাংলো জামে মসজিদের পাশে, রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে, দৌলতপুরের বিএল কলেজের পূর্ব পাশে ও সরকারি শিশুসদন এলাকায়, সোনাডাঙ্গা কেডিএ নিউমার্কেটের সিঁড়িঘরে ও লতিফ ফিলিং স্টেশনের পাশে, বটিয়াঘাটা উপজেলার খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে এবং বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসের পাশে। এ ঘটনায় ২ শিশুসহ বেশ কয়েকজন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বোমার স্প্লিন্টার ও জেএমবির লিফলেট উদ্ধার করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সিরিজ হামলার ঘটনায় খুলনায় সদর থানায় ২টি, দৌলতপুর থানায় ২টি, সোনাডাঙ্গা থানায় ১টি ও বটিয়াঘাটা থানায় ১টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে খুলনা সদর থানায় করা মামলায় পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে ২০০৫ সালের ৮ নভেম্বর।

আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হয় ২০০৮ সালের ১২ জুন। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ওই বছর ২২ জুলাই। এ মামলায় সাক্ষী রয়েছে ৪৭ জন। দৌলতপুর থানায় দায়েরকৃত মামলায় চার্জ গঠন হয় ২০০৮ সালের ২০ মে। সাক্ষী রয়েছে ২৯ জন। সোনাডাঙ্গা থানায় করা মামলায় চার্জ গঠন হয় ২০০৮ সালের ২৯ জুন। এ মামলায় ৩৯ জন সাক্ষী রয়েছে।

এর আগে বটিয়াঘাটা থানায় দায়েরকৃত মামলায় ২০১০ সালের ৩১ মে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সেকেন্দার আলী রায় দেন। মামলার রায়ে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইসহ দুইজনের প্রত্যেককে ৭ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।

খুলনা সদর থানায় দায়েরকৃত মামলার আসামিরা হলেন-শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, শহীদুল্লাহ ওরফে লোকমান, মাহবুবুর রহমান ওরফে লিটন ওরফে পলাশ, আসাদুল ইসলাম ওরফে আসাদুল ওরফে আরিফ ওরফে আসাদ, মেহেদী হাসান ওরফে তানভীর, খালিদ হাসান ওরফে মন্টু, হাফেজ মাহমুদ ওরফে হাসান ওরফে সুমন, সাইফুল ইসলাম। এদের মধ্যে শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর হয়েছে।

যুগ্ম মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের এপিপি অ্যাডভোকেট আল আমিন বলেন, খুলনায় সিরিজ বোমা হামলার তিনটি মামলার উল্লেখযোগ্য অগ্রগতি পর্যায়ে রয়েছে। এর মধ্যে প্রতিটি মামলায় গড়ে ২০ থেকে ২৫ জন করে স্বাক্ষ্য গ্রহণও সম্পন্ন হয়েছে। বাকি সাক্ষ্যও দ্রুত সম্পন্ন হওয়ার পর্যায়ে রয়েছে। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতিতে আদালতের কার্যক্রম ভার্চ্যুয়াল এবং সীমিত হওয়ায় মামলার কাজ বিলম্বিত হচ্ছে। এ আদালতে আগামী ৩১ আগস্ট একটি মামলায় স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে বলেও আদালতের সূত্র জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট জেএমবির জঙ্গিরা খুলনাসহ ৬২ জেলায় একযোগে একই সময়ে কমপক্ষে পাঁচশ জায়গায় বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে। এ সময় আইনজীবী, বিচারক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ হতাহত হন।