রমজান উপলক্ষ্যে আগাম খাদ্যসামগ্রী বিতরণ

0
29
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
সারা দেশে দ্রব্য মূল্যের উর্ধ্ব গতিময় পরিস্থিতি মোকাবেলায় আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে প্রায় দেড় শতাধিক হতদরিদ্র অসহায় মানুষের মাঝে আগাম বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।রোববার বিকেলে উপজেলার লোহাচুড়া হাটখলা চত্বরে এইসব সামগ্রী বিতরণ করা হয়। তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া হতদরিদ্র অসহায় মানুষের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে গত ২০১৯ সালে নওগাঁর রাণীনগর উপজেলা সদরের লোহাচূড়া গ্রামের চার জন উদয়ীমান ব্যক্তি নিজ উদ্যোগে গঠন করেছিল স্বেচ্ছায় সমাজ কল্যাণ মূলক সংগঠন ‘মানুষ মানুষের জন্য’।
এই সংগঠনের উদ্যোগে প্রতি বছরই চলমান বিভিন্ন সংকটে হতদরিদ্রদের সহযোগিতা প্রদান করে আসছে বলে সংগঠন সূত্রে জানা যায়। এ সংগঠনের মূল উদ্যোক্তা ও পরিচালক চারজন হলেন, জুনায়েদ রহমান চন্দন, মো: মিজানুর রহমান, এসএম সাদেকুর রাজ্জাক (কচি), কে.এম. আশরাফুল আলম (অনতু)। সে ধারাবাহিকতায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ’র সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন, ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকী। এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো: শাহিন আকন্দ’র পক্ষে এসআই নাজমুল, সাবেক ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ,রাণীনগর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক মো: সাখাওয়াত হোসেন, বিশিষ্ট সমাজসেবক সেলিম রেজা ডালিম, ফিরোজ আহমেদ, খন্দকার নূরুল হক, খন্দকার রুহুল আমিন, আলহাজ¦ নাসির উদ্দিন, প্রমুখ। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, সয়াবিন তেল, চাল, ডাল, ছোলা বুট,খেঁজুর, চিনি ও মুড়ি।