নেত্রকোণায় ৫০ লাখ টাকা পরিমাণ ভারতীয় পণ্য আটক

0
13

বিপুল জামান লিখন,নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ফুলবাড়ি নামক ভারতীয় সীমান্তে পঞ্চাশ(৫০) লাখ টাকার মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় লেহেঙ্গা ও শাড়ী আটক করেছে ব্যাটালিয়নের (৩১ বিজিবি) ।শুক্রবার (২৭ আগস্ট) মধ্যরাতে এই মালামাল জব্দ করা হয়।



জব্দকৃত মালামালের মধ্যে সুতি কাপড় ১৩ পিস, পিয়ানি শাড়ি ৫০৬ পিস, জেন্টস্ টি শার্ট ৩০ পিস, থ্রি পিস ৪১ পিস, প্রিন্টের ওড়না ১০ পিস, এম্বোটারি করা থ্রি পিস ১৪৩ পিস, লেহেঙ্গা ১৫২ পিস, গিতিকা থ্রি পিস ০৩ পিস, জর্জেট চুমকি দিয়ে কাজ করা ওড়না ৭৪ পিস, ভারতীয় ওয়ান পিস ০৪ পিস, ওড়না (বড়) ১৬৩ পিস, শানজানা শাড়ি ৩২ পিস, সুতি শাড়ি ৬৯ পিস, জর্জেট শাড়ি ১৫৫ পিস, হাতে কাজ করা শাড়ি ০৫ পিস ও জামদানী শাড়ি ২৯ পিস জব্দ রয়েছে।যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ

২৮(আগস্ট) সকালে অধিনায়ক এ এস এম জাকারিয়া (৩১ বিজিবি) বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল বিজিবি।মধ্যেরাতে ১৩ সদস্যের একটি টিম ১১৭২ পিলার হতে ৩০০(আনুমানিক) গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ি এলাকা চোরাকারবারীদের ধাওয়া করলে মালামাল ফেলে পালিয়ে যায়। এসময় এই মালামাল জব্দ করে।তবে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি এবং কাস্টমস অফিসে মালামাল জমা দেয়া হবে।