রাণীনগরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

0
7

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টারঃ “১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামেনে নিয়ে নওগাঁর রাণীনগরে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকবৃন্দ রাণীনগর এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও শতভাগ পদোন্নতি বাস্তবায়নের দাবীতে উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধনে অংশ করেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
অনুষ্ঠিত মানববন্ধনে ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান সনি ও রনজনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোরসালিন ইসলাম সবুজের নেতৃত্বে বক্তব্য রাখেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া সুলতান, ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা ফেরদৌস প্রমুখ।মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা সহকারী শিক্ষকদের জীবনমান উন্নত ও মর্যাদা সম্পন্ন করতে দশম গ্রেড বাস্তবায়নে বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।#