বঙ্গবন্ধুর অসামান্য ত্যাগের বিনিয়মে আমরা পেয়েছি লাল সবুজ পতাকার স্বাধীন দেশ-বাংলাদেশ -এমপি বাবু।

0
3

শুভ মন্ডল, কয়রা-খুলনা প্রতিনিধিঃ

খুলনা-৬ এর সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাধীনতার গ্লানি থেকে বাঙালি জাতিকে মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি বাঙালির জাতির জীবনে এসেছিলেন আলোকবর্তিকা হয়ে। তাঁর অসামান্য ত্যাগতীতিক্ষার ফলস্বরূপ আমরা পেয়েছি লাল সুবজ পতাকার স্বাধীন দেশ বাংলাদেশ। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকারীরা বাঙ্গালী জাতীয়তাবাদের চেতনাকে বাংলাদেশের আপামার জনতার মন থেকে যেমন মুছে ফেলতে পারেনি তেমনি আর্থ-সামাজিক অবস্থার উন্নতিকেও স্থায়ীভাবে বাধাগ্রস্ত করতে পারেনি। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আজ একটি সম্মানজনক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা নেতৃত্বের কারণে বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বের দেশগুলোর জন্য রোল মডেলে পরিণত হয়েছে।২৩ আগস্ট মঙ্গলবার বিকালে কয়রার আমাদী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগ এর আয়োজনে ইউনিয়ন আওয়ামীলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ মোড়লের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নির্মল কুমারের সঞ্চলনায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ও ২১ আগস্ট গ্রেনেট হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি জি এম মোহসিন রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী,সহ-সভাপতি খগেদ্রনাথ মন্ডল,যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়,আওয়ামীলীগ নেতা সুজিত মাস্টার,মাস্টার খয়রুল আলম, ইয়াকুব আলী, অধ্যাক্ষ চয়ন কুমার রায়, আদ্রিশ আদিত্য মন্ডল, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী, সরদার নূরুল ইসলাম কোম্পানী,জিয়াউর রহমান জুয়েল,শাহ নেওয়াজ শিকারী, মহিলা আ’লীগের সভাপতি নিলিমা চক্রবর্তী, যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি সুমাইয়া আমিন লতা, ছাত্রলীগের সাধারন সম্পাদক আমিনুল হক বাদল, সহ- সভাপতি তরিকুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন, ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামিলীগ সহ সকল অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।