রাণীনগরে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের আশ্রয়ন প্রকল্পের গৃহ পরিদর্শণ

0
14

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে অতিরিক্ত বিভাগীয়
কমিশনার (রাজস্ব) আশ্রয়ন-২ প্রকল্পে গৃহ নির্মাণ পরিদর্শণ করেছেন এবং
ভূমিহীনও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষনার ক্ষেত্রে গৃহীত কার্যক্রম
পর্যালোচনার লক্ষে মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে
তিনি এসব কার্যক্রম পরিদর্শণ করেন।
এদিন বিকেলে রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মো:
মাসুদ রানা উপজেলার বড়গাছা ইউনিয়নের আমিরপুর আশ্রয়ন প্রকল্প
পরিদর্শন করেন। এর পর রাণীনগর উপজেলা পরিষদ হলরুমে ভূমিহীন ও গৃহহীন
মুক্ত ঘোষনার ক্ষেত্রে গৃহীত কার্যক্রম পর্যালোচনার লক্ষে মত বিনিময়সভা
করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,নওগাঁ
জেলা অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) লিটন চন্দ্র রায়,উপজেলা নির্বাহী
কর্মকর্তা শাহাদাত হুসেইন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি
হাসান,কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা
উপস্থিত ছিলেন।#