মোঃ শাহাদত হোসাইন, মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বাজার রাধানগর রাধা গোবিন্দ পূর্ণনির্মিত মন্দিরের স্থায়ী বিগ্রহ প্রতিষ্ঠা ও নতুন পূণ: সংস্কার করে দৃষ্টিনন্দন মন্দিরের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্ধোধনী পূর্ববর্তী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বত্তব্য দেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।
আলোচনা অনুষ্ঠান শেষে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহসভাপতি নির্মল চ্যাটার্জী, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল,সহকারি কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী, থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃআব্দুল মান্নান,সাধারণ সম্পাদক মোস্তফা সিদ্দিকী লিটন প্রমূখ।
মন্দির কমিটির কোষাধ্যক্ষ নারায়ণ চন্দ্র সাহা জানান, মন্দির সংস্কার করতে মোট ৪০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। সরকারী ২৫ লক্ষ ও ব্যাক্তি পর্যায়ে ১৫ লক্ষ ট্কা সংগ্রহ করে এ কাজ করা হয়েছে।