বিপুল জামান লিখন, নেত্রকোণা প্রতিনিধিঃ
বোরো মৌসুম ধান কাঁটার আমেজ।কৃষকের মনে যেন সোনালী ধানের বাঁকা হাসি জানান দিচ্ছে গৃহিণীর পায়ের নুপুরের আওয়াজ। প্রতি বছর ফসল তোলার উৎসাহটাই অন্যরকম।ফসল কেটে ঘরে তোলা পূর্ব পর্যন্ত কাল বৈশাখী ঝর আর জায়গা সংকটের সমস্যা চিত্র দেখার মতো।কিন্তু এ বছরে তার উল্টো চিত্র।
কারণ,দেশের করোনা সকল শিক্ষা- প্রতিষ্ঠান বন্ধ পাশাপাশি রমজান সামনে রেখে আগামী ফসল তোলার প্রতিযোগিতা হচ্ছে। নেত্রকোণার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায় সরকারী ফাঁকা জায়গা গুলোতে কৃষকগন ফসল মাড়াই দিচ্ছে। বিভিন্ন বিশেষ ব্যক্তিবর্গের কাছ থেকে জানা যায় করোনায় সকল কিছু বন্ধ থাকায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই অব্যবস্থাপনায় পরে আছে প্রতিষ্ঠান গুলো।তবে অনেকেই শঙ্কা করছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের খামখেয়ালির জন্য প্রতিষ্ঠান গুলোর বিভিন্ন জিনিসপত্র নষ্ট হচ্ছে।তবে কৃষকেরা স্বাচ্ছন্দ্যে এ সব জায়গা গুলো ব্যবহার করছেন।