নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধে নিহতঃ-১

0
10

বিশেষ প্রতিনিধি:
নেত্রকোণা সদর উপজেলার পাঁচকাহনীয় গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা চালালে স্বামীকে বাঁচাতে গিয়ে গৃহবধূ আনোয়ারা খাতুনসহ কমপক্ষে দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় রহিম মিয়া বাদী হয়ে সোমবার নেত্রকোনা বিজ্ঞ দ্রুত বিচার ট্রইব্যুনালে মামলা করেন।
অভিযোগে জানা গেছে, সদর উপজেলার পাঁচকাহনীয় গ্রামের রহিম মিয়ার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের আবদুল মালেক, হাবিবুর রহমান লাভলুদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত শুক্রবার সকালে রহিম মিয়াকে তার ভাই আক্কাস মিয়ার বাড়ির সামনে পেয়ে দা, রামদা ও লোহার রড নিয়ে হত্যার উদ্দেশ্যে চার দিক থেকে ঘিরে ফেলে। খবর পেয়ে রহিমের স্ত্রী আনোয়ারা খাতুন স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা তাকে এলোপাথারী মারপিট করে। এ সময় রহিমের আত্মীয় আলী আহম্মদ এগিয়ে গেলে হামলাকারীরা তাকে মারপিট করে।
এ সময় রহিম মিয়ার বসত ঘর ভাঙচুর করা হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় রহিম মিয়া বাদী হয়ে সোমবার আবদুল মালেক, হাবিবুর রহমান লাভলু, সোহাগ মিয়া, কাইয়ুম, রাজন, সুজন মিয়া, আবু তাহের, মাসুমসহ ১২জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪- ৫জনের বিরুদ্ধে নেত্রকোনা বিজ্ঞ দ্রুত বিচার ট্রইব্যুনালে মামলা করেন।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, এ ব্যাপারে আদালতে মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।