কাল টি টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল By MD Khaled Bin Firoz - অক্টোবর 25, 2019 0 10 Facebook Twitter Google+ Pinterest WhatsApp প্রথমবার নিজ দেশে সিরিজ খেলবে পাকিস্তান নারী দল। ১৩ মাসের ব্যবধানে দ্বিতীয়বার মুখোমুখি দুদল। শেষবার ঘরের মাটিতে ৩-০ তে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে চেনা প্রতিপক্ষ হওয়ায় সিরিজে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ টি টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন।