সারাদেশ

মান্দায় ধানকাটা কৃষকদের পাশে স্যালাইন ও বিস্কুট নিয়ে রবিউল ইসলাম

নওগাঁ প্রতিনিধিঃ
দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশে বইছে তীব্র তাপদাহ ও খরা। তীব্র তাপদাহের প্রভাব পড়েছে জনজীবন সহ ফসলে। ফসলি জমির মাঠ-ঘাট ফেটে চৌচির। মাটি থেকে গরম হাওয়া উঠছে। নওগাঁয় গত কয়েকদিন থেকে সর্বোচ্চ ৩৫ থেকে ৩৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছেন। প্রচন্ড গরমে ওষ্ঠাগত প্রাণীকুল। ফসলি জমিতে শ্রমিকরা কাজ করতে গিয়ে হাঁসফাঁস অবস্থা। এই কঠিন অবস্থায় নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নে প্রচন্ড গরম ও রোদ্রের মধ্য বোরো ধান কাটছেন ও মাথায় করে ধানের বোঝা নিয়ে যাচ্ছেন কৃষকরা। প্রচন্ড গরমে কৃষকদের শরীর থেকে ঘাম বের হচ্ছে। রোদে গলা শুকিয়ে যাচ্ছে।
শুক্রবার দুপুরে হঠাৎ করে ভালাইন ইউনিয়নের বিভিন্ন গ্রামে বোরো ধান কাটা শ্রমিকদের কাছে স্যালাইন ও বিস্কুট নিয়ে হাজির হন মানবতার ফেরিওয়ালা ও বিশিষ্ট সমাজ সেবক রবিউল ইসলাম।
এসময় শ্রমিকরা রবিউল ইসলামকে কাছে পেয়ে দোয়া করে বলেন আপনি সত্যিকারের একজন মানবতার ফেরিওয়ালা।
বিলের ধানকাটা কৃষকরা বলেন, এর আগে কেউ কোনদিন কৃষি শ্রমিকদের এ কষ্টের কথা চিন্তা ও করেননি। অথচ রবিউল ইসলাম শ্রমিকদের কষ্টের কথা চিন্তা করে ছুটে এসেছেন। কৃষকদের কষ্টের বিষয়টি তার হৃদয়ের গহিনে উঁকি দিয়েছে বলেই তিনি কৃষকদের কষ্ট কিছুটা লাঘবের জন্য ছুটে এসেছেন।
মোঃ রবিউল ইসলাম বলেন, তিনি সকলের কাছে দোয়া প্রার্থী আজীবন যেন মানুষের সেবা করে যেতে পারেন এইভাবে। এবং সমাজের বিত্ত বানেরা যেন এই মেহনতি মানুষের পাশে দাঁড়ায়।
আজ ৮০০ কৃষকদের মাঝে বিস্কুট ও স্যালাইন বিতরণ করছেন এবং তিনি আরও বলেন প্রতিদিন এ কর্মসূচি চলবে ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত।

Leave a Comment

Recent Posts

  • সারাদেশ

শ্রীপুরে ছিনতাইয়ের ঘটনার স্বাক্ষী দেয়ায়, চা-ব্যবসায়ীর উপর হামলা ও দোকান ভাংচুর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর গোসিংগা আঞ্চলিক সড়কের কর্নপুর এলাকার তাসমিয়া কসমেটিকস্ লি: কারখানার সামনে, নরসিংদী থেকে ছেড়ে আসা পন্যবাহী… বিস্তারিত

  • সারাদেশ

খুলনা জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের শোক

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়ন শাখার সভাপতি, শ্রী দীপন কয়াল আজ রাত ৮টা ২১ মিনিটে ইহলোকের… বিস্তারিত

  • সারাদেশ

কুড়িগ্রামে চলতি মৌসুমের ধান, চাল, গম সরকারিভাবে সংগ্রহের উদ্বোধন

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম : রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় সরকারিভাবে ২০২৪ চলতি মৌসুমের ধান, চাল, গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। খাদ্য… বিস্তারিত

  • সারাদেশ

ঘোড়ায় চরে মাদক, চাঁদাবাজ, ও ভূমিদস্যুতার বিরুদ্ধে লড়াই করতে হবে :জামিল হাসান দূর্জয়

রাজিব প্রধান, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে শ্রীপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে, সকল ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেন আলহাজ্ব… বিস্তারিত