সারাদেশ

মদিনার মসজিদে নববীর কার্পেট পেলো গাজীপুরের নারায়ণপুর বেপারীবাড়ি মাদ্রাসা ও এতিমখানা মসজিদ

রাজিব প্রধান, (গাজীপুর) প্রতিনিধি : বিশ্বনবী হযরত মোহাম্মদ (স) এর নিজ হাতে নির্মিত মসজিদ, মসজিদে নববীর কার্পেট এলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়নপুর বেপারী বাড়ি মাদ্রাসা মসজিদে। মসজিদে নববীর কার্পেটটি উপহার হিসেবে পাঠিয়েছেন, সৌদি আরবের মিকাত জুলহুলাইফা মসজিদের ইমাম, আতাউল্লাহ আল-হারবি। তিনি এর আগে ২০০৫ সালে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে একটি মসজিদ নির্মান করেছিলে।

যার নাম দেয়া হয়েছিলো মসজিদে আওয়াবিন, স্থানীয় নাম (নারায়নপুর বেপারী বাড়ি মাদ্রাসা মসজিদ)। শনিবার সকাল ১০ টায় মসজিদে নববী থেকে পাঠানো কার্পেট টি গ্রহন করেন সৌদিআরব প্রবাসী এবং অএ মাদ্রাসার প্রিন্সিপাল সাইয়াদ্যাদ রফিকুল ইসলাম মাদানি।

এসময় তিনি মসজিদ ও মাদ্রাসার শিক্ষক ও ছাএদের নিয়ে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর তিনি মসজিদে নববীর কার্পেটটি মুসল্লীদের নামাজ আদায় করার জন্য উন্মুক্ত করে দেন। পাশাপাশি মসজিদে নববীর ইতিহাস এবং মসজিদে নববীতে ব্যবহৃত জায়নামাজে নামাজ পড়ার ফজিলত ও তাৎপর্য সম্পর্কে বর্ননা করেন। নারায়ণপুর তারতীলুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক সৌদি প্রবাসী সাইয়াদ্যাদ রফিকুল ইসলাম মাদানির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ছাইদুর রহমান শাহীন মোড়ল।

সাইয়াদ্যাদ রফিকুল ইসলাম মাদানি, বলেন, গতবছর তিনি সৌদি আরবের রিয়াদে অবস্থিত রিয়াসাল আম্মা সংস্থা বরাবর আবেদন করেন মসজিদে নববীর কার্পেটের জন্য। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের মিকাত জুলহুলাইফা মসজিদের ইমাম মাওলানা শেখ আতাউল্লাহ আল হারবি, ওনার সহযোগিতায় এই প্রথম গাজীপুরের শ্রীপুর উপজেলার লতিফপুর গ্রামের মসজিদে আওয়াবিন (নারায়নপুর বেপারী বাড়ি মাদ্রাসা মসজিদে, নববীর কার্পেট দেয়া হয় ।

মসজিদ নববীর কার্পেটটি শুক্রবার সকাল ৮ টা থেকে জনসাধারণের নামাজের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটি কর্তৃপক্ষ।

Leave a Comment

Recent Posts

  • সারাদেশ

শ্রীপুরে ছিনতাইয়ের ঘটনার স্বাক্ষী দেয়ায়, চা-ব্যবসায়ীর উপর হামলা ও দোকান ভাংচুর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর গোসিংগা আঞ্চলিক সড়কের কর্নপুর এলাকার তাসমিয়া কসমেটিকস্ লি: কারখানার সামনে, নরসিংদী থেকে ছেড়ে আসা পন্যবাহী… বিস্তারিত

  • সারাদেশ

খুলনা জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের শোক

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়ন শাখার সভাপতি, শ্রী দীপন কয়াল আজ রাত ৮টা ২১ মিনিটে ইহলোকের… বিস্তারিত

  • সারাদেশ

কুড়িগ্রামে চলতি মৌসুমের ধান, চাল, গম সরকারিভাবে সংগ্রহের উদ্বোধন

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম : রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় সরকারিভাবে ২০২৪ চলতি মৌসুমের ধান, চাল, গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। খাদ্য… বিস্তারিত

  • সারাদেশ

ঘোড়ায় চরে মাদক, চাঁদাবাজ, ও ভূমিদস্যুতার বিরুদ্ধে লড়াই করতে হবে :জামিল হাসান দূর্জয়

রাজিব প্রধান, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে শ্রীপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে, সকল ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেন আলহাজ্ব… বিস্তারিত