খুলনা বিভাগ

মোংলা বন্দর কর্তৃপক্ষ যথাযথ স্বাস্থ্যবিধি চালু

আবুল হাসান, মংলা প্রতিনিধি:
দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বন্দরের অপারেশনাল কার্যক্রমসহ সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

করোনার প্রাদুর্ভাব বৃদ্ধিতে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিক রাখতে দেশে উৎপাদিত পণ্য ও কাচাঁমাল সরবরাহ ঠিক রাখতে মোংলা বন্দরে ২৪ ঘন্টা স্বাভাবিক কার্যক্রম চলছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, লকডাউনে গত এক সপ্তাহে বন্দরে জাহাজ আগমন করে ২১টি, গতবছর সমসাময়িক সময়ে জাহাজ আগমন করেছে ১৮টি।

কার্গোর হ্যান্ডলিং হয়েছে ২ লাখ ৬০ হাজার ৫৬৭ মেট্রিক টন, গত বছর সমসাময়িক সময়ে ছিল ২ লাখ ৩ মেট্রিক টন। কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৩৭৩ টিইইউজ এবং ৭১১৭ মেট্রিক টন।

এছাড়াও এ সময়ে বন্দর থেকে ২৭২টি গাড়ি ডেলিভারি করা হয়েছে। জাহাজ, কার্গো, গাড়ি ও কন্টেইনার হ্যান্ডলিং এর ক্ষেত্রে সকলসূচক উর্দ্ধমূখী হওয়ার ফলে বন্দরের আয় স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ’র পরিচালক (ট্রাফিক) মোঃ মোস্তফা কামাল বলেন, করোনাকালীন সময়ে লকডাউনের মধ্যে মোংলা বন্দরের যে সকল পণ্য আমদানি-রপ্তানি হয়েছে তা হলো ডাল, ছোলা, ম্যাগনেসিয়াম সালফেট, কয়লা, হোয়াইট ক্লিংকার, পাথর, গ্যাস, কিচেন সিংক, ডাটা কেবল, ফেব্রিক্সস, এলইডি লাইট, ক্যালসিয়াম কাবোর্নেট, অ্যালুমিনিয়াম সীট, এমএসি স্টীল, লেনটাইলস, মেশিনারিজ, চাল ও গাড়ি।

বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন- ইতোমধ্যে মোংলা বন্দরের সকল কর্মকতা-কর্মচারীকে স্বাস্থ্যবিধি মেনে অফিস করার নির্দেশ প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে সর্তকতা হিসেবে মোংলা বন্দর নানামুখী পদক্ষেপ গ্রহণ করে, স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থী প্রবেশ (সীমিত আকারে), অফিসে প্রবেশের ক্ষেত্রে তাপমাত্রা পরীক্ষা, বন্দরের অফিস সমূহে এবং বন্দর এলাকায় ‘করোনার’ সতর্কীকরণমূলক বিভিন্ন ধরনের ব্যানার স্থাপন, বন্দরের মসজিদ সমূহে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় ইত্যাদি।

এছাড়াও লকডাউনের মধ্যে বন্দর কার্যক্রম সচল রাখতে মোংলা বন্দর কাস্টমস কর্তৃপক্ষ, ব্যাংক, শিপিং এজেন্ট, সিএনএফ এজেন্ট, স্টিভেড্রস ও অন্যান্য বন্দর ব্যবহারকারীর সমন্বয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আমরা যেহেতু বন্দরে সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে কাজ করছি ফলে করোনার মধ্যে মোংলা বন্দরে কার্যক্রম ২৪ ঘন্টা চলমান থাকবে ইনশাল্লাহ।

Leave a Comment

Recent Posts

  • সারাদেশ

রাণীনগরে মহান মে দিবস উদযাপন

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার : মালিক শ্রমিক ঐক্য গরী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই স্লোগান কে সামনে রেখে নওগাঁর… বিস্তারিত

  • সারাদেশ

শ্রীপুরে রাতের আঁধারে ব্যবসায়ীর কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ, আহত ৩

গাজীপুর,প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ী রিয়াজ উদ্দিন গংয়ের এক কোটি টাকা মূল্যের (১.৯০ শতাংশ) জমি দখলে করে নিয়েছে প্রতিপক্ষ বেলাল সরকার… বিস্তারিত

  • সারাদেশ

বরকলে নির্বাচনী বিধি লঙ্গন করে সন্তোষ কুমার চাকমার পক্ষে নির্বাচনী প্রচারনা করছেন পোলিং কর্মকর্তারা

আগামী ৮ই মে রাঙামাটির বরকলে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনকারি পোলিং কর্মকর্তাদের সাথে নিয়ে আইমাছড়া ইউনিয়নের কলাবুনিয়া বাজারে… বিস্তারিত

  • সারাদেশ

রাণীনগরে শ্রমজীবীদের মাঝে এমপি সুমনের পানি-স্যালাইন বিতরণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার : দীর্ঘ দাবদাহে পুড়ছে নওগাঁ ও তার আশেপাশের অঞ্চল। বর্তমানে নওগাঁর উপর দিয়ে মাঝারী দাবদাহ… বিস্তারিত