কুড়িগ্রামে বিজিবির হাতে চার গরু জব্দ

0
28

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরু জব্দ করেছে বিজিবি। শালঝোড় বিওপির নায়েব সুবেদার শরীফুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানয়- টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান পাঁচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে মঙ্গলবার ভোররাত ৪টার দিকে মেইন পিলার ৯৮৮এর ২ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ধলডাংগা নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরে একজন লোক গরুগুলি নিয়ে পাঁয়ে হেঁটে টহলদলের নিকটবর্তী হলে টহলদলকে দেখা মাত্রই গরুগুলি রেখে দ্রুত পালিয়ে যায়। সেখান হতে বিজিবি টহলদল ভারতীয় ৪টি গরু জব্দ করে। জব্দকৃত গরুর সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আউয়াল উদ্দীন আহমেদ জানান- জব্দকৃত গরু কাস্টমস এর প্রতিনিধির উপস্থিতিতে নিলামের কার্যক্রম করা হচ্ছে।