২৫ বল হাতে রেখেই জিতে গেল ভারত

0
1

২৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই পাকিস্তানের করা ১২৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছে ভারত। মিডউইকেট দিয়ে সুফিয়ান মুকিমের বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।

এই জয়ে টানা দুই ম্যাচে দ্বিতীয়বারের মতো বিজয়ী হলো ভারত, আর সমান ম্যাচে পাকিস্তান পেল প্রথম হার।

অপরাজিত সূর্যকুমার ৩৭ বলে ৪৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টিতে এটিই তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সঙ্গী শিবম দুবে অপরাজিত থাকেন ৭ বলে ১০ রানে।

এই জয়ের ফলে সুপার ফোরে খেলার পথে কার্যত এক পা দিয়ে রেখেছে ভারত। আগামীকাল সংযুক্ত আরব আমিরাত যদি ওমানকে হারায়, তবে নিশ্চিত হয়ে যাবে ভারতের পরের রাউন্ডে জায়গা।

প্রথম পর্বে ভারতের শেষ ম্যাচ হবে ১৯ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে। অন্যদিকে পাকিস্তান তাদের শেষ ম্যাচ খেলবে বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।