রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: মানবিক উষ্ণতায় সাহায্য নিয়ে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁ। মঙ্গলবার দুপুরে রাণীনগর উপজেলার বেতগাড়ি নাজাতুল উম্মাহ মহিলা মাদ্রাসার এতিম ও অসহায় শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক ইঞ্জি: সাজু রহমান সুজন, উপদেষ্টা ডাঃ খাইরুল বাসার সহ সংগঠনের সদস্যরা।
স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁ ২০১৬ সাল হতে অসহায় শীতার্তেদের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি গরীব শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষাদান কর্মসূচি, পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ এবং তাদের শিক্ষা প্রদানের ব্যবস্থা করা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরণ, বিনামূল্যে রক্তদান, অসহায় অবহেলিত পরিবারের মাঝে ঈদে পোশাক ও ঈদ সামগ্রী বিনামূল্যে বিতরণ সহ জেলাজুড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।#