
আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর রাণীনগর উপজেলার মজার মোড় যুব ক্রীড়া পরিষদের উদ্যোগে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে উপজেলার মজার মোড় মাঠে জমজমাট এ ফাইনাল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি, জিয়া সাইবার ফোর্সের সভাপতি সামীম হোসেন, শ্রমিক দল নেতা ফারুক হোসেন সহ অনেকেই।
এএন সুপার কিং ক্লাব বনাম এনটি রয়েল রেঞ্জার্স ক্লাব ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। এতে এএন সুপার কিং ক্লাবকে হারিয়ে এনটি রয়েল রেঞ্জার্স ক্লাব চ্যাম্পিয়ন হয়।
পরে বিজয়ীদের মাঝে এবং রানার্স আপ দলের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।
অতিথির বক্তৃতায় জিল্লুর রহমান বলেন, জাতীয় মানের খেলোয়াড় তৈরি করতে গ্রামে গ্রামে আরও বেশি করে খেলার আয়োজন করা দরকার। খেলাধুলার মধ্য দিয়ে মানুষে মানুষে সম্প্রীতি তৈরি করতে হবে।