
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে বাবলু কনস্ট্রাকশনের পক্ষ থেকে অসহায় গরিবদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে তার নিজ গ্রামে প্রায় ৫০ জন অসহায় পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেন বাবলু কনস্ট্রাকশনের প্রোপাইটর মোঃ বাবলু হোসেন। এসময় তার মা ও ছেলে উপস্থিত ছিলেন। ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী হিসেবে রয়েছে সেমাই, চিনি, চাল ও নগদ অর্থ।