আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৬ লিটার দেশীয় চোলাই মদসহ নুরুজ্জামান সরদার (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বগারবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুরুজ্জামান সরদার উপজেলার কামতা সরদারপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার বগারবাড়ি বাজার এলাকায় ব্রিজের উপর একজন মাদক ব্যবসায়ী মদ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে নুরুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এদিন রাতেই নুরুজ্জামানের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয় এবং শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে রাণীনগর থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক : আব্দুল্লাহ আল মুজাহিদ, বার্তা সম্পাদক: খালিদ আহমেদ রাজা, ঢাকা অফিস: ৩৩/৩ সিদ্ধেশ্বরী লেন, খন্দকার গলি, রমনা, ঢাকা-১২১৭। শাখা অফিস: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, নতুন বাজার, সদর, কুড়িগ্রাম। ফোন: 02587726061, 01719307844, 01517837935, ইমেইল: info@somoyerpata.com
Copyright © 2024 Somoyerpata. All rights reserved.