রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় রবি ২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, মশুর, খেশারী, মুগ, চিনা বাদাম, পেঁয়াজ, সূর্যমুখী ও ভুট্টা বীজ ফসলের উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার(০৬ নভেম্বর) উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উপজেলার ৪ হাজার ৩০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
এছাড়া একই সময় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরের উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০ পার্সেন্ট ভূর্তকিতে কৃষি যন্ত্রপাতি হিসাবে উপজেলার বাহাদুরপুর গ্রামের কৃষক মেহেদী হাসানকে একটি কম্বাইন হারভেস্টার মেশিন ও বিলপালশা গ্রামের আব্দুর রাজ্জাককে একটি ধান মাড়াই মেশিন দেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ অন্যান্যরা।