রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শূন্যপদে উপনির্বাচনে রবিউল ইসলাম বিজয়ী হয়েছেন। ২ নভেম্বর বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গোনা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণ পবিবেশে ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। নির্বাচনে রবিউল ইসলাম ফুটবল প্রতিকে ৮শত ৭৭ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শফিকুল ইসলাম মোরগ প্রতিকে ৫শত ১৬ ভোট পেয়েছেন এবং সাহারুল আকন্দ আপেল প্রতিকে ৮৮ ভোট পেয়েছেন। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, পিরেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ইভিএমের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২ হাজার ১শত ৫০ জন ভোটারের মধ্যে এক হাজার ৪শত ৮১ জন ভোটার ভোট দেন। উপজেলার গোনা ইউপি সদস্য রেজাউল করিম চলতি বছরের ১৬ আগস্ট মৃত্যু বরন করায় আসনটিকে শূন্য ঘোষণা করা হয়েছিল।#