
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলা জামায়াতে ইসলাম এর পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্থ্য পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হরিশপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আবুল কালাম আজাদকে নিজ বাড়ীতে গিয়ে নগদ ১০হাজার টাকা প্রদান করা হয়। এ সময় রাণীনগর উপজেলা জামায়াতের আমির মোস্তফা ইবনে আব্বাছ,সহকারী সেক্রেটারী ডা: আনজির হোসেন,কর্মপরিষদের সদস্য শামিুনর ইসলামসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ এবং অধ্যক্ষ হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,সোমবার রাতে আবুল কালাম আজাদ এর রাইসমিলে অগ্নিকান্ডে গরু-ছাগল,কবুতর,হাঁস-মূরগী,মারা যায় এবং ধান-চাল,মটরসাইকেল,বাইসাইকেলসহ প্রায় ৭/৮লক্ষ টাকার মালামাল পুরে ভস্মিভূত হয়ে যায়।