রাণীনগরের পারইল ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

0
10

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরের পারইল ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পারইল ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সোহাগ হোসেনকে সভাপতি ও আবু তালহা মো: জোবায়ের হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়।

পারইল ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ আশিক।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সদস্য রাহিদ সরদার, পারইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী দুলাল, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির জোসেন জয়সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কমীরা উপস্থিত ছিলেন।#