তপন কুমার সরকার, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠে ষ্টল পরিদর্শণ শেষে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন সাংসদ আনোয়ার হোসেন হেলাল। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: ওয়ালী উল ইসলামের সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম শেখ, ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম ও নাজিম উদ্দিন মন্ডল, ভেটেরিনারী সার্জন ডা: রুবায়েত রেজা, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুবলীগ ভারপ্রাপ্ত সম্পাদক রাফিউল ইসলাম রাফি, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, খামারী আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।
প্রদর্শণীতে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, খামারি ও উদ্যোক্তাদের প্রতিকুলতা মোকাবেলা, বিজ্ঞান ভিত্তিক লালন-পালন কৌশল,উন্নত জাতের পশু-পাখি পালনে পরামর্শ এবং নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করনের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়। সেইসাথে ৩০ টি ষ্টলের মাধ্যমে শংকর জাতের গাভী, ষাঁর, বাছুর, ছাগল, পাঠা, খাসি, ভেঁড়া, গাড়ল, কৃত্তিম প্রজনন প্রযুক্তি, হাঁস-মুরগি, এবং ঘাস প্রদর্শনী উপস্থাপন করা হয়।